Sunday 25 September 2022

কবিতার মালা || শীলা বিশ্বাস

                                                                          শীলা বিশ্বাস


অক্ষরদাসীর খাগ                                                                                                
           

ভূমি ও ভূমার কাছে নিজেকে গচ্ছিত রেখে
ভ্রূ-মধ্য সাগরে ডুব দিয়েছি
দেখেছি আমার নিখিল
গর্ভ, গর্ভধারিণী ও শস্যের উড়াল
ডিমের খোলস ভাঙা মীনজন্ম 

যোনি ভ্রমণের উপাখ্যান


পথিকমন যখন ইবন বতুতা
বিরল বৃক্ষের তুন্দ্রা
আমি অক্ষরশিকারি,
ধৃতির অণুবীক্ষণে পাঠ নিচ্ছি
তোমার অখণ্ড সংহিতা

হে পরাৎপর দাঁড়াও এসে পাঠের আগে 


তৎপুরুষ নিমগ্নতা দাবি রাখে
অথচ অনুসর্গহীন মিশে যেতে চাই সমাসে
আলোঝড়, সঞ্চারণার ধ্বনিতরঙ্গ
তুলোট কাগজের রসকলি, মধুর বাণ
সর্বনাশে সমর্পণ করেছি নিজেকে

হে আদিম আতপ মনে রেখো আমিও ছিলাম


No comments:

Post a Comment