Sunday, 25 September 2022

কবিতার মালা || বনশ্রী রায় দাস

 

                                                                         বনশ্রী রায় দাস


মৃদুলাবৌদি                                                                                                     

দল বেঁধে হুল্লোড় করে বাঁশি ও রাখাল 
পারাপার শুয়ে থাকে নদীর পিঠোপিঠি 
মেঘের গাছে গাছে মথুরার ধুপচন্দন 
সেইসব ভাবছে মৃদুলা বৌদি !
শুকোতে দেওয়া ধান খেয়ে যায় পায়রা, হাঁস  
তাতে সে কোন আপত্তি করে না 
পোষ মানাতে চায় তথাপি 
খুলে রাখে বুকের পদ্ম , নাভিশঙ্খ ।
তোমার দর্শনে এইসব হলো মনোরম শিল্প 
শিল্পীর মতোই চেপে যাও মৈথুন ভেলায় ....

অক্সিজেন কমে আসে শ্বাস নিতে কষ্ট হয় 
মৃদুলাবৌদি তাকিয়ে থাকে কালো মেঘের দিকে 
মেঘের দাঁত নেই সিং ও নেই 
তবু ফালা ফালা করে মৃদুলাবৌদি'র ঐশ্বর্য দ্বার।




No comments:

Post a Comment