মানুষই সার্থক মাংসাশী
মৃত তারাদের কান্না বাস্প হয়ে গেছে
ছায়াপথে
তবুও মৃত চাঁদের অতীত শব ভেসে আছে
বাঁশ বনের দিগন্ত রেখায়
সেখানেই কেউ একজন হত্যা হোলো এখনই
রাজনীতির বিনোদনে
হাসপাতালে রাত জাগা চোখ দু হাত দিয়ে নিজের রিক্ততা সরায়
হাত বাড়ানো লোকজন তখন ঘুমোয়
স্বপ্ন ঘুম মিথ্যে চিত্রনাট্যে
আমিও খুঁজে দেখছি শূন্যতার আকাশ
যদিও মেজাজ কে রাজা বলে কেউ কেউ
তাইতো সভ্যতা মাংসের কিমার মতো
ছোট ছোট ভাগে প্রলাপ বকছে নিজের
ভুল শুধরে নিতে
ঈশ্বর নিঃশব্দে বলে চলেছে মানুষই
একমাত্র সার্থক মাংসাশী।
আহ অসাধারণ অসাধারণ অসাধারণ
ReplyDelete