Monday, 25 April 2022

বৈশাখ সংখ্যা || ডালিয়া রায় ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  ডালিয়া রায়


নাবিক
 

আধ ঘুমে সমুদ্রের তীরে...
বন্দর  ছুঁয়ে শুয়ে আছে ডানা ভাঙা রাত।
যাত্রীরা ঢুলু ঢুলু

একজোড়া সদ্য পরিণীতা চোখ জেগে আছে অপলক আধভাঙা রাতে।
শিকলের ঝন ঝন, রাত করে খান খান। সমুদ্র দিয়েছে সুযোগ চোখ বোলাবার।
নাবিক হাতের কাছে রেখেছে পরিবার, চোখ  চলে যায় তার,
দিগন্তে ফুটে ওঠে লালিমা প্রভাত।
অনতি দূরে ঝিঁঝি পোকা, সরগমে বেঁধে তান, বাজিয়েছে নবরাগ।
গাছেদের কাছে গিয়ে, অনুরাগে ছুঁয়ে ফেলে বলেছে ভোর হলো

জাহাজ বুঝিয়েছে মোহহীন আরাম ভাসমান। নাবিকের কথামত গন্তব্য স্থির করে ঘাটে নামা।

ফেলে আসছে কত গ্রাম, কত জনপথ, কত যাত্রীহীন ধূ ধূ বন্দর। সময় নেই থামার, শুধু 
লক্ষ্যে পৌঁছবার অবিরাম ক্লান্ত ঘাম মুছে ফেলা। 

যেদিকে চেতনা যায়, সব দিকে মায়া জহরত! মৃদু পায়ে এসে নামে ঘাটের কাছে জাহাজের মাস্তুল!
একে একে যাত্রীরা বেছে নেয়
সুখ , বৈভব, ঐশ্বর্য্য ও চিন্তা। 

শুধু পড়ে থাকে বাসি ভালোবাসা গত  রাত্রের...



No comments:

Post a Comment