জ্যোৎস্না
জ্যোৎস্না কোনো মৃত স্বপ্নের ছায়া নয়
বিলীয়মান রঙিন স্বপ্নের বুদ্বুদ নয়
বেঁচে থাকার এক নিবিড় পাণ্ডুলিপি
লেখা থাকে আমিষ কথা, বেদনার সুখ,
নবান্নের দেশে দেখা হওয়া ম্লান মুখ |
পৃথিবীতে ঢের দিন বাঁচা যায়
ঢের দিন বেঁচে যাব
আবহমান স্রোতে আসা-যাওয়া, যাওয়া-আসা
কত হবে; তবুও মলিন দিন রাত্রি শেষে
প্রগাঢ় অভিজ্ঞতা জ্যোৎস্না অবশেষে |
No comments:
Post a Comment