ভিত্তি
সভ্যতা গোপনে সোশালাইজেশন ঘটায়
সংস্কৃতির কংক্রিট ভিত্তি নির্মান হয়
গাছের ছায়া নেমে আসে বিকেলে
উত্তপ্তনিজস্ব গ্যালারি ছেঁড়ে
বিলিন হয়
ঘরে আসবাবপত্র একা একা কথা বলে
তখন শূন্য উঠোনে গমগম হাট বাজার বসে
জড় সত্তা নিশ্চিন্তে কেনাকাটা করে
সভ্য মানুষ উপস্থিত হওয়ার আগেই তাদের
সব নিত্যপ্রয়োজনীয় নিতে হবে
মানুষ আশ্চর্য প্রাণী ।
পোশাকের ইচ্ছা রং dominance করে ফেলে
No comments:
Post a Comment