Thursday, 21 April 2022

বৈশাখ সংখ্যা || অন্তরা সরকার ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অন্তরা সরকার



বিশ্বাসে থেকে যেও

অদৃশ্য সাঁকো য় ঝুলছে যুগল তরী,
তোমায় রেখেছি উত্তর দিশায় ধ্রুবতারার আলোয়,
তুমি সমুদ্র বাতাস , তুমিই দুই শ্বাস,
সূর্য রেখার প্রতিবিন্দু গতিমালায় নিখুঁত বলয় সাজিয়েছি আনন্দে দূর্বাদলে।
তবে কেন এত অবিশ্বাস, অতন্দ্র প্রহরী হয়ে রাত জাগে?
ঝরে পড়ে মুখে রঙ, কুঁকড়ে যাই অন্তরালে।
প্রবল কালবৈশাখীর দাপটে নুইয়ে পড়ে কোমল লতা, 
যার বাকলে জড়িয়ে আছে শুধুই তুমি।
ধ্বংস হোক এই বিধ্বংসী প্রলয়,
বৃষ্টি জলে স্নান করে মুছে যাক অভিমান।
বৈঠা হাতে আবার দুজনেই ভেসে যাই স্রোতস্বিনী নির্মল স্রোতে।


No comments:

Post a Comment