তোমার জন্য কিছু কথা কিছু কবিতা
মূল অসমিয়া কবিতা - তোমার বাবে কিছু কথা কিছু কবিতা
অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী
তোমাকে শোনাতে চাই
বৈশাখী এক মিষ্টি গান
যে গান শুনতে চাও
লিখতে পারিনি
সুরও যে সময়ে হারায়।
তথাপিও শোনাতে চাই
একটি মিষ্টি গান
যেখানে গাঁথা থাকবে
আমার আকুল চিত্ত।
নতুন জলের পলি পড়েনি
আমাদের গাঁয়ে নাকি অকাল
ফুলের চমক-জমক
ভোগমন খুড়া ‘জবকার্ড’ পেলেন
সরুমাই পিসি
বৃদ্ধের পেনশন পেলেন
ভাত চালের আকাল নেই
হলে কী হবে
ঘর আছে
উঠোন নেই
জঙ্গল আছে
গাছ নেই
পথ প্রশস্ত হল
মাঠের প্রকৃতি নাশ হল
গোয়ালে গোরু নেই
কারোরই সময় নেই।
তথাপিও তোমাকে শোনাতে চাই
বৈশাখী এক সুমধুর গান
গুণ গুণ গুণ
যা বেজে থাকে হিয়াতে
গতবার বানে ডুবে গেল
কৃষক দাদার খেতি
নদীপারের মাটিতে
নদীবাঁধের ফসল
কার বুকের পাঁজর দেয়
দুঃসময়ের খবর
আকাশে মেঘ
তৃষ্ণায় কাতর কেন
হাজার চাতক পক্ষী ?
তোমাকে পাঠাতে চাই না
এমন একটি ছবি
অভিলাষে শোনাব
হৃদয়ের দীর্ঘশ্বাস ঢেকে
বৈশাখী এক সুকোমল গান।
নেই সেই তখনের
রূপকথার দিন
ভাই ভাই ঠাঁই ঠাঁই
অধিকারের দাবিতে মাঠ রাঙিয়ে
থেকে থেকে আসে ভেসে
নিঝুম রাত
কলং এর ক্রন্দন।
বকুলবনে এলাম ছেড়ে
ঠাকুমার মধুমাখা অকথার একটি কথা
কে ডাকে
কে ডাকে
রাখালিয়া বাঁশির সুর
হৃদয় কাঁপায়।
বৈশাখী বৃষ্টি
আসবে কিজানি।
থাকব কি থাকব না সদা
পাই কি না পাই আবার
একই উঠোনে
ভিজে নিই এসো।
বৈশাখী বরিষণ
রিমঝিম রিমঝিম
সাড়ম্বরে
উল্লাসে মাতাল চিত্ত
কোমল কিরণ
মেঘের মাদল
কোকিল সুরের লহর
মহামিলনের রামধনু
তোমার ও আমার হৃদয়েরও তাতে
অনন্য কোলাজ
আহ্ !!
শোনাতে পারলে তোমাকে
সত্যি এমনই এক গান।
বলি শোনো
মূল অসমিয়া কবিতা - কঁও শোনা
অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী
এখনই ‘বেঁচে’ নিই
এসো -
কাল হয়তো
নাও থাকতে পারি
কিছু আদরের জন্য
খানিক ভালোবাসার জন্য
মৃত্যুই যেন
মইয়ের শেষ ধাপ
‘শব’গুলো কি
রাখতে পারে
জীবন্ত মানুষের খবর ?
২
কত যুদ্ধ
কত কষ্ট !
লিখলে কী হবে ?
না লিখলেই যদি
সহানুভূতির নদী বইবে।
৩
কী করিনি
কী হইনি
শব্দবাণ
বাক্যবাণ
জানালা খোলা
দুয়ার খোলা
জর্জরিত কলিজা
কারো পরিতৃপ্ত হিয়া।
৪
কারো ট্র্যাজেডি
কারো চূড়ান্ত স্বীকৃতি
টানাহ্যাঁচড়ার কত যে খেলা
কেউ দেখে না গতপ্রাণের
দু’চোখের জল।
৫
কে জানে
কাল হতে পারি
আমিও বিশেষ সংবাদ
আশ্চর্য -
আমার নাম না শোনা
আমার নাম না জানাজনও
সংবাদ দেখে দিতে পারা হবে বিশেষ বিবৃতি
এমন সময়েও
বেড়ে যায় অনেকের ‘টি আর পি’
বাজবে বাঁশির করুণ সুর
দেখাতে থাকবে
সংগৃহীত ভিডিও ক্লিপ
কিংবা স্থির চিত্র
যেন এক বিয়োগান্ত নাটকের
স্পর্শকাতর দৃশ্য।
৬
কারো আর্দ্র দু’চোখের কোণ
অন্য কেউ না বললেও ভাববে,
‘যা হলো, হলো - মন্দও হলো না,
কত করবে ভালো দিনের অপেক্ষা
এক তিল ভালোবাসার জন্য
আজকের ভোগবাদী পৃথিবীতে
৭
বলতে পারো পলাতক বলে,
(আমার) ঠোঁটে থাকবে লেগে বিদ্রুপের হাসি
কোথায় সেই অন্তর্দৃষ্টি
মৃত্যু যেন এখন শেষ অস্ত্র
চুলচেরা দেখার
কতজনের আছে শুদ্ধ মমত্ব ?
৮
দেখতে পারো ব্রেকিং নিউজ
গুণের কীর্তম
উঁহু,
কোনোকালে মৃতের দোষ ছিলই না কিজানি
কেবল জানো -
তোমার ভাল লাগা
তোমার অবদান
তোমার অস্তিত্বের
আঁচ নিতে
মৃত্যুই যেন এখন শেষ সোপান
জানো -
কখনো
ব্রেকিং খবরে সঘনে বাজবে
এই কবিতা।
No comments:
Post a Comment