ভোর
আলগোছে শুরু যখন তখন ওমনি এক মায়া নিয়ে ফুটে ওঠার গন্ধ
আলতোছোঁয়া ভীতু চেহারা কুঁড়ির মত বুজে
সময় লাগে প্রকাশে স্বচ্ছন্দে ছন্দময়তায়
ধীরগতি বুঝি। তো কি ! স্বচ্ছতায় স্পষ্ট সময়ের পথে সময়ে
যেকোনো সত্য ভিড়ে হারিয়ে যেতে যেতে যেতে ঠাঁই পাতবার
তাগিদে প্রায়শই বুঝি গোলকধাঁধায় হারায় কখনওবা ফুরোয়ও
তবু যে খনে সবকখানা পাপড়ি মেলে পূর্ণতায় গভীর
সে তখন সাহসী - সহজ
বিনম্র - ঋজু
চোখে চোখ রাখে নড়চড় নেই
ভোর থেকে মধ্যাহ্নে
গোধূলি হতে মধ্যরাত
এক
আটপৌরে গন্ধমাখা গোটাদিন
No comments:
Post a Comment