Tuesday, 19 April 2022

বৈশাখ সংখ্যা || মধুপর্ণা বসু ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   মধুপর্ণা বসু



প্রেম রতন ধন পায়ো 


ভালোবাসা নিঃশব্দে বুকে মাথা রাখে,
মসৃণ রেশমের জাল বুনে চলে      পাখির নীড়।
দুটি শক্ত পুরুষালি হাতে নরম যুঁইফুল,
সাবধানে মুঠো ভোরে নিরাপদ অলিন্দে রাখা,  
        সুবাস ছড়াবে,         পাপড়িও মুক্ত প্রাণ।
বালুচর পিঠ জুড়ে আঁচড়ে লেখা পুরাতনী সঙ্গমের উনসত্তর নাম,      
জ্বালাটা তীক্ষ্ণ তবু সহনীয়।

ওটা এমনই প্রবহমান বিশ্বাস প্রশ্নের চোখ...
      অন্ধকারে দ্বিধাহীন ভেসে যাওয়া
      প্রেম নামে নেশাতুর অসুখের যাম।

      যাবতীয় প্রতিকূল ঝড় বয়ে শেষ কথা, 
অনুকূল দুটো সবুজ পাতায় ধরা জীবন প্রতিদিন।
আকুল চোখে নিঃসংশয়              আস্থা যার নাম।
      এক পালঙ্কে যাবতীয় যুদ্ধে পরাজয় সুখ,
      চুমু অনুসঙ্গে ভালোবাসাময় ঋতুপরিবর্তন।



No comments:

Post a Comment