Monday 25 April 2022

বৈশাখ সংখ্যা || শ্রীময়ী চক্রবর্তী ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  শ্রীময়ী চক্রবর্তী 


পবিত্র ধর্ম

আমার ধর্মের কোনও নির্দিষ্ট রঙ নেই
কালার হুইলের মতো সব রঙ মিলেমিশে সাদা হয়ে গেছে
আর নিষ্কলুষ সেই সাদা রঙ গায়ে জড়িয়ে
মানবিকতা হাত ধরাধরি করে চলেছে
মন্দির মসজিদ চার্চ কোথাও অভিন্ন
পৃথিবী যেন আজ অজান্তেই
সুগন্ধি ফুলের বাগান হয়ে উঠেছে



2 comments:

  1. খুব সুন্দর লিখেছ।

    ReplyDelete
  2. খুব সুন্দর!

    ReplyDelete