Monday, 25 April 2022

বৈশাখ সংখ্যা || কেদারনাথ দাস ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  কেদারনাথ দাস


মনে পড়ে

মনে পড়ে ছাদে ছিল একফালি চাঁদ,
নারকেল গাছের ছায়ায় চুলগুলো
উড়তে দেখেছি তার উদাসী হাওয়ায়।
জ্যোৎস্না আমাকে যদি ‘নক্ষত্র , নক্ষত্র’ বলে
ডেকে নেয় তার নগ্ন শরীরে ...
সে যে আগুনে ভস্ম হবে ভেবেছে কখন ,
সন্ন্যসী মন তবু বারবার প্রাচীর তুলেছে !
শন শন হাওয়া এসে সব কিছু তছনচ করে
আর মেঘেদের বলে দেয় ভিডিওটা তুলে রাখো..
শাসন ও শোষণের নিত্য কষাঘাতে
ভালোলাগা, ভালোবাসা কার্নিশ থেকে খসে পড়ে রাতের শিশিরে !
সেসব নিরুচ্চার কাহিনির বর্ণমালা নেই কোন সমাধিলিপিতে।

2 comments: