Monday, 30 November 2020

বিশেষ সংখ্যা ≈ কবিতা : রিতা মিত্র

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
রিতা মিত্র 













১) জোয়ার

অন্ধকার কে বলে দাও দূরে আরও দূরে কোথাও বাসা বাঁধুক
আমার উঠনে এখন আলোর জোয়ার এসেছে। 

২) নিঃশব্দ

তোমার নি :শব্দ জড়ানো কথা শুনতে না পারলেও
হৃদয় তা বুঝেছিল বহু আগে। 

৩) পিপাসু

একটা মিষ্টি হাসিমাখা ঠোঁট কাছে আসতে আসতে কখন রক্ত পিপাসু হয়ে উঠেছে টের পাইনি। 


৪) পিছুটান 

তেমন কোনো পিছুটান নেই
কদম ফেলি একা একা
চৌকাঠে আটকে যায় আঁচল।

No comments:

Post a Comment