গৌরাঙ্গ মিত্র
বানান
আমি মোবাইলে- লিখতে চেয়েছিলাম প্রাচীন
পাকামো করে মোবাইল লিখল 'পটল'।
প্রাচীন ও পটলের মধ্যে কী সূক্ষ্ম সম্পর্ক তা জানিনা।
প্রাজ্ঞ জন আমার অজ্ঞতাকে উপহাস করে উঠলেন।
লয় ও মহালয়
ক্ষয়ে যেতে যেতে বারবার বেঁচে ওঠা
বেঁচে উঠতে উঠতে বারবার মরে যাওয়া এ এক মজার পালা বদল।
জীবন ও মৃত্যুর মধ্যে স্পর্শ যোগ্য কোনো পাঁচিল নেই।
ধারাপাত
বোঝাপড়া ও ভুল বোঝাবুঝির মধ্যে এসে দাঁড়াল একটি অমাবস্যা রাত
রাতটি ধারাপাত বিষয়ে কিছুই জানেনা।
হয়তো বর্ষা ভেজা রাত্রি ধারাপাতের কথা জানে।
অথবা জানেন শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়।
No comments:
Post a Comment