মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
বৃষ্টির জলছবি রুনা দত্ত
বৃষ্টি শিলাবৃষ্টি ছুঁয়ে আবার তরুণী হলাম
বর্ষাস্নাত শরীরের ঘ্রাণ ছুঁয়ে
নিবিড় আশ্লেষে মেঘ পুরুষকে
নতুন করে ভালোবাসলাম।
বৃষ্টিকণা বিন্দু বিন্দু ফোঁটায় ছুঁয়ে দিল
আমার মুখ চিবুক ঠোঁট নাভি হয়ে
সমস্ত গোপন অলিন্দকে...
বর্ষাভেজা বানভাসিতে নতুন করে ভিজলাম।
বৃষ্টির জলছবিতে ফুঁটে উঠলো
ভালোবাসাস্নাত পূর্ণাঙ্গ নারী পুরুষ অবয়ব
হারিয়ে যাবার আগে অভিযোজিত হতে হতে
আমি আবার প্রবল ভাবে নারী হয়ে উঠলাম।
No comments:
Post a Comment