মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
বাঁচা (অণুগল্প) অনসূয়া চন্দ্র
"কী ভাবছিস!খুব খারাপ মা।তাই তো? আসলে যে লড়াইটা লড়তে হবে তাতে না এগোলেও চলে কিন্তু এগিয়ে পিছিয়ে আসা যায়না।"
নিজের মনেই কথাগুলো বলছিল আরশি। আরো কতকিছু যে বলছিল তা শুধু ওই শুনছিল।বাড়িতে পা রাখতেই শাশুড়ি বলল "মেয়ে লক্ষ্মী,সংসারে আয় বৃদ্ধি হবে" শ্বশুর বলল"ওর বিয়ের দায়িত্ব সব আমার,কিচ্ছু ভাবিস না!"ষষ্ঠী পু্জোর ধুমধাম আয়োজন বাড়ি জুড়ে।পুজোর প্রসাদ কোলে আরশি।
কিছু ভাবছে না আরশি।ও শুধু ওর অক্ষত দেহ আর এক আকাশ বাঁচার কথা ভাবছিল।পারবে তো তোমরা দিতে?
বাঁচা (অণুগল্প) অনসূয়া চন্দ্র
"কী ভাবছিস!খুব খারাপ মা।তাই তো? আসলে যে লড়াইটা লড়তে হবে তাতে না এগোলেও চলে কিন্তু এগিয়ে পিছিয়ে আসা যায়না।"
নিজের মনেই কথাগুলো বলছিল আরশি। আরো কতকিছু যে বলছিল তা শুধু ওই শুনছিল।বাড়িতে পা রাখতেই শাশুড়ি বলল "মেয়ে লক্ষ্মী,সংসারে আয় বৃদ্ধি হবে" শ্বশুর বলল"ওর বিয়ের দায়িত্ব সব আমার,কিচ্ছু ভাবিস না!"ষষ্ঠী পু্জোর ধুমধাম আয়োজন বাড়ি জুড়ে।পুজোর প্রসাদ কোলে আরশি।
কিছু ভাবছে না আরশি।ও শুধু ওর অক্ষত দেহ আর এক আকাশ বাঁচার কথা ভাবছিল।পারবে তো তোমরা দিতে?
No comments:
Post a Comment