Thursday 5 March 2020

শ্যামল অধিকারী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










আহ্নিক গতির প্রেমের উত্তাপ ‌  শ্যামল অধিকারী

পদ্ম পাতায় ভালোবাসার স্বপ্ন সাজানো,
সেই ভালোবাসা ক্যাকটাস হয়ে রক্ত ঝরায়।
সুখ স্মৃতি গুলো হয়েছে নষ্টালজিক,
ভালোবাসার গ্রহ-উপগ্রহ গুলো ও স্ট্রাটেজিতে পূর্ন।
আলোকিত প্রানে চন্দ্র গ্রহনের নাভিশ্বাস!
ধূসর মমতাকে আঁধারি চশমা পরায়।
আঁধি ঝড় হয়ে উড়ে যায় ভালোবাসার আঁচল,
নিরুত্তাপ যৌবন হয়েছে অগ্নি পিন্ড।
আর স্বপ্ন হয়েছে একটি পোড়া দেশলাই কাঠি,
ভালোবাসার মিথুন রাশিতে বৃশ্চিক রাশির নিদারুণ কামড়।
মুছে গেছে প্রেমের আহ্নিক গতি স্বপ্নের মায়াজালে,
প্রেম পৃথিবীর আঁচলে লেগেছে রক্তের দাগ।
আগুন ঝরানো রক্ত মেখে আহ্নিক গতির প্রেমের উত্তাপ।

No comments:

Post a Comment