Tuesday 3 March 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










পাখি রঙের আকাশ --- ৩৯   হরিৎ বন্দ্যোপাধ্যায়

          দুজনেই পাঁচমাথার আলো দেখব বলে একজায়গায় এসেছিলাম। একসঙ্গে রাত দেখার কোনো ইচ্ছা আমাদের ছিল না। তাই পরামর্শের জন্যে আমরা নিয়ম করে কোনো জায়গায় দাঁড়িয়ে পরিনি। খোলাই ছিল আমাদের জীবন। হঠাৎ করে দু'একদিন সাতসকালের কয়েকটা সংসার দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। তারপর উড়ে যাওয়ার শখ হল। উড়েও গেলাম। আলো চিনি না, জল চিনি না ------ সম্পূর্ণ অচেনা আবহাওয়ায় আবার শুরু। 
          প্রিয় কিছু নেই ? কাউকে কোনো কথা দেওয়া নেই ? কোথাও একটুও মন পড়ে নেই ? সব ফেলে চলে এলে ? এখনও তোমার কেউ কিছু দেখবে ? এর পরেও আর কি দেখানো বাকি আছে তোমার ?

No comments:

Post a Comment