মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
মালিক সাজা শালিক যুথিকা দাশগুপ্ত
শালিকও নাকি মালিক সাজে
মালিক সাজা শালিক যুথিকা দাশগুপ্ত
শালিকও নাকি মালিক সাজে
সময়ের বৈঠায় ---
তরজা গানে দরজা জুড়ে
থাকাটাই এক দায়,
ইচ্ছা থাকুক বা না থাকুক
সমস্যা একটাই ----
মালিক রূপী শালিকটাকে
কি করে সামলাই ---?
যতই শালিক মালিক সাজুক
খাবেই কিন্তু পোকা ----
চোখ বুজলেই জগৎ অন্ধ
ভাবতে থাকে বোকা,
চলন -বলন শালিক সুলভ
অবয়বটাও এক ----
যে মালিকটা পুষলো তাকে
তাঁকেই আগে ত্যাগ।
শালিক এখন বেজায় খুশী
মালিক সেজে ঘোরে ---
এক পশলা বৃষ্টি এসে
ভিজিয়ে দিলো তারে,
ভিজলো শালিক উঠলো রং
ফিরলো আগের রূপ ---
মালিক রূপের অহং-টা তার
শুধুই রঙের স্তূপ।
যাদের দলে মিশতো না আর
শালিক, মালিক সেজে ---
তাদের কাছেই দুঃখের কথা
শোনাতে গেলো নিজে,
তারাও এবার ঠাট্টা করে
নাম দিলো তার "মালিক "---
শালিক বেশেই রইলো শেষে
ঘুরলো চারিদিক ---
"মালিক "নামের অর্থ শালিক
বুঝালো ক্রমেই আজ -----
শালিক হয়েই ধরবে পোকা
এটাই তার কাজ।
No comments:
Post a Comment