Tuesday 3 March 2020

সন্দীপ ভট্টাচার্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ









ডিসটোপিয়া   সন্দীপ ভট্টাচার্য


এমনি করেই মাঝ দুপুরে নামে গভীর রাত
রক্তের গন্ধে ছুটে আসে বিষাক্ত শেয়াল
মধ্যবিত্ত খিলের এপারে 
ব্যাস্ততা তখন, গোলাপ চাষের,
অজান্তে লালিত কাঁটারা হাসে মুচকি হাসি

ঘুঘুরঙা নিস্তব্ধতা ছিঁড়ে যায় ওপারে
কে যেন কড়া নাড়ে শীতল পায়ে
অন্ধকার চাঁদোয়ার নীচে জমা হয় ঘৃণা
চুপিচুপি বলে যায় বিষাক্ত শ্বাপদ
বিশ্বাসের শিরায় শিরায় নাকি হাঁপানির জীবাণু

তুমিও তৈরি থেকো গৃহস্থ
শুকনো ফুলের আবডালে কাঁটারা কিন্তু মুক্ত শির
দহন হাওয়া ছুটে এলে শার্সি বেয়ে
দূরত্ব কমে রক্ত এবং সময়ের।

No comments:

Post a Comment