Thursday 19 March 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ










হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ ------- ৪১

রাতারাতি আকাশটা যেন কেমন পাল্টে গেছে। সবাই দেখি বারান্দায় দাঁড়িয়ে সাদা পায়রা ওড়ায়। জানলায় চোখ রাখি ------ হাইওয়ে দিয়ে ট্রাক চলে যায়। ওরও কি ঘর সংসার আছে ? এত গতিতে চারপাশ নিয়ে ও কিভাবে থাকে ? এটা ওর গতি না পালিয়ে যাওয়া ? জানলা থেকে চোখ সরিয়ে নিই। দেখি রান্নাচালায় মা ধোঁয়া মুখে ভাত রাঁধছে। জলে এখনও চাল নাচা শুরু করে নি। তবুও পাঁচ ভাই বোন থালা ধুয়ে আগুনের চারপাশে বাজনা বাজাই।


No comments:

Post a Comment