মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ
পাখি রঙের আকাশ ---- ৪০ হরিৎ বন্দ্যোপাধ্যায়
আজ আমার কোনো নাম নেই। আজ নেই বলে কোনোকালে ছিল না এমনটা ভাবা ঠিক নয়। আবার হয়ত প্রথম থেকেই ছিল না, এমনটা হওয়াও খুব একটা অসম্ভব কিছু নয়। আসলে নাম থাকতে হলে যে আকার আয়তনে চোখ বড় হতে হয় আমার চোখ তার ধারেকাছেও ছিল না। তাছাড়া নাম রাখার জন্যে কমপক্ষে যতটুকু জায়গা লাগে সেটাও আমার ক্রয়ক্ষমতার বাইরে। তাই মনে হয় নাম যদি থেকেও থাকত তা আমার অপারকতায় দেহ থেকে কবেই ঝরে গেছে।
No comments:
Post a Comment