Tuesday, 24 August 2021

|| হাইকু সংখ্যা||~মো. মুহাইমীন আরিফ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || হাইকু সংখ্যা||     

হাইকুগুচ্ছ  মো. মুহাইমীন আরিফ


শুরুর শেষ
শেষের শুরু দোলে
ঋতুর কোলে


তালের পাখা
হাতে বাতাসকল
শীতালু কোষ


রাতের বন
নৈঃশব্দ্যে ঝিঁঝি
গানওয়ালা


আলোর রেখা
বৃত্ত বিকীর্ণ
সরলরেখা


ঝাঁঝাল রোদ
চাষির দেহজমি
লবণ রোয়া


আষাঢ় মাস
মেঘপাত্র ফুটো
পিছল মেঝে


বাঁশের সাঁকো
জলে হাঁটার পথ
মাঝির দুখ

‌৮


জোছনাজ্বলা
আকাশে পতপত
চাঁদ পতাকা


জলের পাখি
উড়ুক্কু মাছের
জেলে পাহারা

১০


দোয়াতে মেঘ
জল-কালিতে রচা
শ্রাবণ মাস


No comments:

Post a Comment