Tuesday, 24 August 2021

|| হাইকু সংখ্যা||~প্রকাশ ঘোষাল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || হাইকু সংখ্যা||    

প্রকাশ ঘোষাল

১.
শব্দ ভেঙেছে 
বলে রোমান চাঁদ 
ডুবেছে জলে।

২.
মৃত্যুর পাশে
মেঘ মল্লার গান,
স্বর্গ পুড়ছে। 

৩.
ত্রিভুজ ঘরে
শুধু জলের স্রোত 
মাছের শ্বাস।

৪.

বঁড়শি-কথা
লিখে রাখছে আজ
চিতার ঘুম।

৫.

মেঘের বাড়ি 
ভাড়া খাটছে, দেহ
ভাসছে জলে।

৬.

বিদ্যুৎ জল,
তোমার আয়নায়
বিছের রেখা। 

৭.

পাস ওয়ার্ড
দিচ্ছে শীত, দূরত্ব 
লিখছে রাত।

৮.

বৃষ্টি ও খড়ে
আগুন, মাতৃভাষা 
প্রেমের চোখ।

৯.

না- ফোটা মাটি,
ব্রতকথা পড়ছে 
পাখি ও বীজ। 

১০.

গণ তর্পণে 
নদী কাঁপছে, মন্ত্র
পড়ছে হাড়।


No comments:

Post a Comment