চন্দ্রদীপা সেনশর্মা
খোলা জানলা
আনমনা শ্রাবণ
পাখির গান
------------
আনমনা শ্রাবণ
পাখির গান
------------
বিরহী মেঘ
ব্যাঙের কোলাহল
চোরা আবেগ
------------
ব্যাঙের কোলাহল
চোরা আবেগ
------------
ধানের শিষ
কোজাগরী নিমেষ
ভাবুক প্যাঁচা
-----------
কোজাগরী নিমেষ
ভাবুক প্যাঁচা
-----------
পথের শেষ
অদূরে সারমেয়
নিঝুম শীত
---------
অদূরে সারমেয়
নিঝুম শীত
---------
মধুফাগুন
ভ্রমর বিধুনিত
ফুলের রেণু
---------
ভ্রমর বিধুনিত
ফুলের রেণু
---------
নীরব হিম
পাখির পাখশাট
সাঁঝপ্রদীপ
-------
পাখির পাখশাট
সাঁঝপ্রদীপ
-------
কাঠবিড়ালী
চকিত চোখে দ্যাখে
রমিত মেঘ
--------
চকিত চোখে দ্যাখে
রমিত মেঘ
--------
দীপালি শিখা
পুড়তে থাকে পোকা
হিমেল রাত
------------
পুড়তে থাকে পোকা
হিমেল রাত
------------
No comments:
Post a Comment