সম্পাদকীয় নয় কিন্তু___
অভিজিৎ দাসকর্মকার
হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম,মল্ল সাহিত্য ই-পত্রিকা-র তরফ থেকে একটা হাইকু কবিতা নিয়ে সংখ্যা হোক।আপনারাও সাহায্য করলেন আপনাদের হাইকু কবিতার সম্ভার নিয়ে।
অনেকেই নিয়ম যেনে আবার অনেকেই ৫।৭।৫ এই মাত্রা জেনে কবিতা লিখেছেন পাঠিয়েছেন। আবার অনেক লেখা এসেছিল সেগুলো ৫।৭।৫ মাত্রার ছিল না। তার মানে ওগুলো হয়নি,হাইকু হয়তো হয়ে ওঠে নি,কিন্তু কবিতাতো হয়েছিলোই।যেহেতু হাইকু সংখ্যা তাই ওগুলো এই সংখ্যায় রাখতে পারি নি।
যাঁরা লিখেছেন তাঁদের সকলেরই যে হাইকুর ব্যাকরণ মেনে লেখা এমনটাও নয়,তবুও মাত্রার জায়গা ঠিকঠাক। অনিয়ম করাও তো একপ্রকার নিয়মই। আম গাছে লক্ষ লক্ষ মুকুল আসে সবই কী আমের পরিনতি পায়? পায় না তো! তবে সব আমগুলোও যেমন সত্য তেমন যেসব মুকুল আম হোলো বা যেসব মুকুল ঝরে গেলো উভয়ই সত্য।
আমরা কম বেশি সকলেই জানি হাইকুর সঠিক ব্যাকরণ নিয়ে বাংলায় হাইকু লেখা অতটাও সহজ কাজ নয়,তা হোক~ তা বলে চেষ্টা করবো না? নিশ্চয়ই করবো।
সকলে পড়ুন।মতামত দিন।
ভালে থাকুন।সুস্থ থাকুন।সামাজিক দূরত্বে থাকুন মানসিক দূরত্ব নয়।
No comments:
Post a Comment