Saturday, 25 December 2021

পৌষালি সংখ্যা || অন্তর চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || অন্তর চক্রবর্তী


যাদু-সংসর্গ




যতবার হেলে পড়ে
ততবারই
ঠোঁট পেরিয়ে অবাধ ছলাৎছল

এ ভাঁড়ার শেষ হবার নয়

চকচকে জলপাত্রের
এহেন কারিকুরি
দেখতে দেখতে
টের পাই

আমাদের
ঢুলে আসা চোখ
শুকনো হয়ে পড়েনি কখনোই

পলকে পলকে পেরিয়ে যাচ্ছে
অগুনতি মহাসমুদ্দুর




হয়তো ঝাপসা শকুন
চক্কর কাটছে অনবরত

হয়তো নেমে এসেছে
বোমারু সকাল

কিংবা ভেঙে পড়ছে
আস্ত কালো আকাশ

তবুও মাথা থেকে
ছারখার টুপিটি নামিয়ে
সে হাসিমুখে বার করে আনছে
ধবধবে পায়রার ঝাঁক




করাতের নিঝুম আঁচড়ে
দু'ভাগ হয়ে গেল মানুষ
তারপর সাবলীল জুড়ে গেল ফের

হ্যাঁ
ম্যাজিক দেখাচ্ছিলেন বাবা

হঠাৎই বুকে হাত রেখে
ধড়ফড় করে পড়ে গেলেন

এখন আমিই
মানুষকে দু'ফালি করি
জুড়েও দিই

প্রতিনিয়ত কুড়োই বাহবা, হাততালি

কেবল
ভাঙা বাবাকে
জোড়া লাগিয়ে

মা'র হাতে তুলে দিতে পারিনি আজও


No comments:

Post a Comment