|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______১৪
জারা সোমা
স্পর্ধার পদাবলি______১৪
ঘোর নিশি বরখন দামিনী গরজন
চমকন ঘনঘন বিজুরি।
শ্যামক নাম ধরি রাই অভাগী
মিলন ন রোয়ব অধুরি।।
দিবস-রজনী বিরহ দহন লগি
মরণ ন আবএ এয়সন।
ডর লগে মোহে হে ঘনশ্যাম
দেহ তুঁহু অব দরশন।।
এয়সন বাঁশরি কহা তুঁহু শিখলই
হাসত হিয়া হবেক চোরি।
তুঁহু সন পিরিত রচায়ব রাই
কয়সন লাজ শরমে মরি।।
জারা ভণে কানহা কয়সন খিলাড়ি
দিল নাহি তোহে পাশ
একবার দেখত রাই আকেলি
বঠসি কয়সন উদাস।।
রোয়ত রোয়ত নয়ন লাল হোয়ি
ভুখ পিয়াস ন রাতভর জাগি
ছোড়কে জগ রাই পহুপানে চাহে
ঘনশ্যাম তুঁহু দরশন লগি।।
বজাবে যব মোহনবাঁশরি কানহা
দূর হবেক দূখত সব আজ
সখীগন সারা নয়নভরি দেখব
যুগল মিলন বাহার সাজ।।
দিলীপ নন্দিনী ভণে সখীগন
আও অব গোকুলধাম
মিলন গীত গাবক করত সমাপন
জয় রাধে, হরি হরি নাম।।
#ছবিঋণ Shilpi Sarkar Roy
No comments:
Post a Comment