|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______১২
আওবত শ্যাম তুঁহু হামক ঘর
পহুপানে চাহত নয়ন বিছায়ে দিনভর।।
সারথি সঙ কালা ছোড়ি গোকুল
তবসে দুখী রাধা হিয়া ব্যকুল।।
রাত রাত জাগত নিন্দ নাহি আবক
তোহার লিয়ে কানহা সারি রাত জাগত।।
সখীসারা আবকে লে গই হামক
ওহা পর ভি নাহি লাগি মন খেলত।।
দিন মাহিনা বরস চলি গেলা জাগি
কয়সন বচিব এ রাই অভাগী।।
পহুপানে দেখত নন্দলালা ডর লাগি হামক
তুঁহু দরশন পহলে মরণ না আবেক।।
শান্ত যামিনী আজ চাঁদ ভি শীতল
ফিরবি না ঠন্ড হোয়ি মনকি হলচল।।
কত যুগ গেলা অপেক্ষা ঘোর অতি
শ্যামক তুঁহু না ফিরে সুমতি।।
শ্যামক দরশন জনম হোবেক সার্থক
জরা ব্যাধি শোক পাপ নাহি ঠ্যয়ব।।
দুহু ভ্রমর মাঝে তিলক অনিমিখ
নয়ন ভরি দেখব ভুলব দিক বিদিক।।
অঙ্গার অস্তি ভেদন না কোই
রূপ রঙ ধন কুছ না হোই।।
জারা ভণে কালা অব যাও গোকুল
তোহার লিয়ে রাই বহুত হি ব্যকুল।।
সহব না পারি ও বিরহ জালা
একবার তুঁহ সমঝো রে কালা।।
পিরিতি লগি জগ ছোড়ি রাধা
সখীগন ভাগ হইল আধা আধা।।
কয়সন সহব রাই কু বোল সারা
হিয়া কাহে নহি রে তুঁহু কালা।।
পিরিতি করল যব দায় ন নিভাইবেক
কয়সন তুঁহু পুরুষোত্তম কহেলবেক।।
শরম না আভি লগে তোহে কালা
কয়সন করম করস তুঁহ সোচ ভালা।।
এয়সন করব ভালা নাহি হোবক
নয়ন বারি তুঁহ শাপ দেবক।।
আভি ন ইতনা দের হুই কালা
যাও রাধা পাশ জীবন কর আলা।।
পিহু কোয়েলিয়া গাবত প্রেমক গান
যমুনামে করত দোঁহে সঙ্গম স্নান।।
যুগল দরশনে জনম হবইল সার্থক
হরি হরি বলি জগ গাবক কির্তন।।
দিলীপ নন্দিনী ভণে আও সব সখীগন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলোত সুখী হ জীবন।।
(হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে )
#ছবিঋণ Abhishek Nandi
No comments:
Post a Comment