Tuesday 11 August 2020

| বিশ্বজিৎ | ১১ই আগস্ট |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












বিশ্বজিৎ
নিরাময়___
স্পর্শ ও জীবনের ভেতর
বারবার ফিরে আসি।
বারবার ধুলোমাখা যুদ্ধে

ভুল নয়
ঠিক নয়

তারও গভীরে
ক্রমশ ছড়িয়ে থাকা গান...

দাঁড় করায় নতুন ঝংকারে

সিগনেচার____

সম্ভাবনার বেশী 
তুমি মাথায় নিয়ে ঘোরো। 
তবুও সম্ভাবনা এঁকে-বেঁকে চলে 
অন্য সিঁড়ি ধরে... 
বালি ছড়াও,কালি মেখে 
দিক নির্ণয় কর শিল্পের। 
বুদ্ হতে গিয়ে,  
আরও ভূত হয়ে যাও অজান্তে 

পথ নেই 
জানি,কোনও ভগবানও নেই 

শুধু ভুলের ভেতর...

আসল গল্প লুকিয়ে আছে 

নারাজ____

কিছু কিছু আলো 
আমাকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে 
ডুবতে ডুবতে 
মোক্ষম দাওয়াই তুমিজুড়ে 

শুধু প্রস্তুত আর প্রস্তুতি 
শিহরণ লকডাউনে 
পুরোনো চাল আর 
ভাতে বাড়বে না 

শুধু অনন্ত এপিটাফ-এ 
ছাই হয়ে যাবে একরত্তি কুয়াশার মত...

পথ___

আলো নেভাটাই স্বাভাবিক 
যেভাবে অবিশ্বাস বেড়ে ওঠে। 

রাত ও দিন ততটাই কাছাকাছি 

যাপনভরতি যন্ত্রণা 
পথ বলে দেয়, 

কতটা সহজ হতে পার তুমি...

No comments:

Post a Comment