Tuesday 11 August 2020

| জারা সোমা | ১১ই আগস্ট |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা
স্পর্ধার পদাবলি______১৩

রাধা ভণে শ্যামক কয়সন শোধব
হামক তুঁহু  সব ঋণ।
প্রেমক বানী না শুনি হামক
কয়সন কটব অব দিন।।

সাধন ভজন ন জানে মোহে
ন জানে সাজ শৃঙ্গার।
বাসুকি নন্দন হে মোর নাথ
ন করব বন্ধ দুয়ার।।

পিরিত বিনা মোহে কুছু ন চাহি
ন লোভী  ধন রতন।
অভাগী জনম যুগ তুঁহ পদতলে
রাখব প্রেম নিবেদন।।

তুঁহু পাস বঠসি হাসয়ে হাসয়ে
দো বোল বলিস মিঠা।
পিরিত কয়সন ঝলসি হিয়া
জানব দুখীয়ারি সীতা।।

জনম যুগ ফির মোহে আওবত
তোহার পিরিতি চাহি কালা।
এ কৃপা কর মোহে বচন রাখব
  রয়ব হিয়া করি আলা।।

সখীগন মুহু মুহু দেখব যুগলে
গাবক গীত পিহু কোয়েল।
কুঞ্জবন মে রাস রচাইব
যয়সন যুগল দোয়েল।।

জারা ভণে   শুনব দেবকি নন্দন
রাধা তুঁহু প্রেমক পিয়াস।
ছোড়ি কামকাজ ভুলব লোকলাজ
নয়নভরে দেখব মিটায়ব আশ।।

আভি যাও কদম কুঞ্জধামে
সাজব অভিসারি মালা।
জগত সংসার রূপ হেরইব
প্রেমক দীপ হিয়া জালা।।

ধিরেন নাতিন ভণে আওবত সখীগন
আও আও কুঞ্জবন।
যুগল রূপ দেখব করি আজ
করব কীর্তন সমাপন।।

(জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ)


                                                                   #ছবিঋণ Abhishek Nandi

No comments:

Post a Comment