Saturday 8 August 2020

| জারা সোমা | ৮ই আগস্ট |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা 
স্পর্ধার পদাবলি______১১

সখীসারা যাবত যমুনা তীরে
রাধাধানী ন যায়ি সখীয়ন ভিড়ে।।

নন্দলালাকে  দেখত রহি সব সখীগন
  কয়সন সহব জনম দুখী রাই।।

 পহুপানে বসি রাধা শ্যামক আশে 
  বিনে তিলক চন্দন মন উদাসী।।

   কানহা বংশী বজাবত ধুনে 
 গোপী সারা ঘুমত  ঘোরএ ঘিরে।।

   রাধারানী গোপনে দেখত রোয়ি
   কপাট বন্ধ করি অভিমান নীড়ে।

   কয়সন সহিব রাই পিরিত ভারে
  আঁখিয়ান তির ছেদই হিদয় আরপার।।

 নয়ন ভরি জলে আপনে ভাগ কা দোষ
বিলাপ ভণে কয়সন পিরিতি ঘনশ্যামক সাথ।।

 কালা হামক জীবন তুঁহারই কারণ
  দেহ মন জনম তুঁহু পদযুগলে সমপন।।

 মরণ কে অব বুলাবত দুখীয়ারি
  কঠিন হিদয় তুঁহু বাঁকেমুরারী।।

জারা ভণে নন্দলালা  অভি বন্ধ করব খেলা
    বিলাপ মরিণু দেখত অভাগন রাই।।

যাও কালা নিবেদনে মিঠা বোলিস আবাহনে
         ন ছলিও ওহে  ঘনশ্যাম।
    ঠ্যয়র মৃদু স্বরে বিভোর কদমতলে
     গাবেক দোঁহে প্রেমক গান।।

দিলীপ নন্দিনী ভণে আওবত সেই ক্ষণ
  জয় রাধে জয় রাধে বোলত কর সমাপন।।


                                                      #ছবিঋণ Shilpi Sarkar Roy

No comments:

Post a Comment