Sunday 16 August 2020

| প্রিয়াঙ্কা পিহু কর্মকার | ১৬ই আগস্ট |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












প্রিয়াঙ্কা পিহু কর্মকার
চন্দ্রাভায় ছত্রাক লেগে 

চন্দ্রাভায়  ছত্রাক লেগে ।
        দৃশ্যম পন্থা নির্জন আবহমান
চরিত্রের মড়া ছুঁয়ে বসে থাকার সাহসে প্রশস্ত
     কখন অনন্তশায়িনীর অধরের পার্শ্বে
চুম্বন নিরন্তর , অদ্ভুত বিষন্ন মোচড়
তীব্র মত্ততায় মলিন মুখপানে
    অট্টহাসের ,     প্রগাঢ় বিপনি বন্টন ।
               তালভঙ্গ হয় ,
ছত্রাকের রক্তিমতা ,
       বোধহয় , সিঁদুর মাখানো গায়ে যবনিকা পতন ।
চন্দ্রাভায় আজ জন্ম হয়েছে..উদাসিনীর  বৃত্তান্যাস
           ছত্রাকের সেই জীর্ণ রূপম
                    ঔদাসীন্য.....।


পথ-পাঁক

সমাজের বাথরুমে নাগরিকত্ব দিয়ে স্নান করার চেয়ে ।
মুল্যবোধ দিয়ে মুখ ধোয়া   অনেক শ্রেয় ।
নগরায়ণের জঙ্গলে আজকাল অতি অভিজ্ঞতার
চুলোচুলি লেগেছে ।
বাজারের বোবা  মনু পাগলাটাও ঘর খুঁজছে ।
সমাজের আপদামস্তক নগ্ন সাম্যতা  -
বিপ্লবতার  রতিক্রিয়ার মত্ত আজীবন ।
আমরা তো মন্ত্রমুগ্ধ বিশ্বায়ণের আর্দশ নিয়ে আছি ,
ঐদিকে পণ্যের প্রেতাত্মারা বাজারের হাড়-মাংস চিবিয়ে খাচ্ছে ।
আর , আমরা শালা বাদানুবাদের গোপন সমঝোতায় ,
নগরায়ণের  জঙ্গলে খুঁজে চলেছি
রাজনীতির চোরাস্রোত.।
খুঁজতে খুঁজতে লিবারলিজমের পথ-পাঁক খুঁজে
পাবো কি ?


সম্ভোগ

পাহাড়ের স্নিগ্ধতা বেয়ে পড়ছে গিরি খাদের প্রান্তে
চড়া বিকেলের দিগন্তে দেখি ,
-পাহাড়ের বুকে সৃষ্টির আদি কাল
উপত্যকায় চেয়ে  আছে মেঘের সম্ভোগ ।
তৃপ্ততায় , নিমোজ্জিত ছিন্নরাশের চিহ্নে দেখি ,
-নিষ্পলক চোখে তার উন্মুক্ত দেহকে ।
দেখছি - পরিণত স্পর্ধা কে ,
    অনুভূত হচ্ছি  আঙুলের স্পর্শের অদম্যতাকে ।
কোনো এক আদি কালের নৃপতির উষ্ণীষের তীব্র
সেই স্পর্শ ....
      গিরি খাদের সেই সূর্যাস্ত....
      রিক্ততায় তৃপ্ত রূপায়ণ
     সম্ভোগের....
                   

No comments:

Post a Comment