Sunday 16 August 2020

| জারা সোমা | ১৬ই আগস্ট |

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা
স্পর্ধার পদাবলি______১৫

গোপবেশ ছোড়ি পরবি রাজবেশ
দুধ দহি মাখন খায়ি পাগরি সজাব কেশ।।
কুন্তল আতর গজমোতি মালা
অঙ্গুরী কবজি সজব মোতিমালা।।

গোকুলবাসি নিবেদন তুঁহু পদতলে
ন যাও ন যাও অভি কালা।
ন যাবক মথুরা ছোড়ন গোপাল
রহব হিয়া করি আলা।।

শ্যামক লাল আঁখি ভরব নয়নবারি
জোর হাতে কাতর রবেক।
অনুমতি দেহ মোরে হে সখীগন
যাইবন মোহে হবেক।।

মথুরা আশ লগায়ি বঠসি বহুযুগ
আবেক কব শ্যামক আর।
অনাচার অতিচারে ভরসি মথুরা
সখীগন সারা হোবেক লাচার।।

ভাগমে যইসন রহব সাথ 
ন যায়ে ইয়ে লিখন বদলি।
কংস কাল অভি আবত নিকটে
 পাপক কলস পূরণ হবল।।

দেবকী বাসুকি পহুপানে চাহে
 আশ লগায়ি যুগ কাটি।
আবল অয়ি খন করহু নিবেদন
কাম কাজ সব হামক বাকি।।

হিয়া দুখত ভর আসন শূন্য 
কানহা চলি যাবক মথুরাধাম।
বিলাপে সখীগন রোয়ত রোয়ত
গাবক হরি হরি নাম।।

বিলাপে রাধা ভনে হে সখীগন
যো রহব পড়ি হিয়া সাধ।
কানহা ছোড় গেলা অকেলি হামক
ন মিল পায়ি হরি প্রসাদ।।

জারা ভনে কানহা সারি কামকাজ
ফিরব ফিরসে গোকুল।
তুঁহু চরণে নিবেদিত বালা
পিরিত জ্বরে ব্যকুল।।

কয়সন সহিব এয়সন বিচ্ছেদ
আকেলি সরল দুখী রাই।
রহু চুপকে বন্ধ কপাট পারে 
যেয়সন বোবন লাচার গাই।।

তুঁহু দরশন লাগি পহুপানে চাহি
দিনরাত গোপি বালা।
জলদি আওবত মথুরা ছোড়ি
রাই হিয়া করব আলা।।

দো বোল মিঠা বোলসি ওহি সন
পিরিতি করব খুব কুঞ্জধাম।
যুগল দরশনে অভিলাষি সখীসন
গাবত মুহু মুহু  হরিনাম।।

দিলীপ নন্দিনী ভনে সখীগন
আও সজাবত সেজ রাশ।
রাধাকৃষ্ণ মূরত যুগল দরশনে
 মিটব সকল পিরিত পিয়াস।।

এত বলি করব  কীর্তন সমাপন
হরি হরিবোল এ নামাবলী।
জগ সারা  যুগধরি রখব হিয়া মাঝে 
আশ লিয়ে লিখত জারা পদাবলী।।

(হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে )
                                        

No comments:

Post a Comment