Tuesday, 8 October 2024

শারদীয় সংখ্যা ১৪৩১ || প্রদীপ আচার্য

 




পুজোর প্রেম, শেম শেম || প্রদীপ আচার্য 

সপ্তমীতে সকালবেলা 
রিনির সঙ্গে আছে অ্যাপো
মধ্যিখানে বিকেলবেলা 
ঘণ্টা দুয়েক আছে গ্যাপও।
সন্ধেবেলা বাড়ি তো ফাঁকা
আসবে রিয়া বোক্কা মেয়ে,
ফাঁকা বাড়িতে থাকব দু'জন
খুলে নেব সব এক্কা পেয়ে। 

অষ্টমীতে প্যান্ডেলে গ্যে
পাড়ার মিমিকে করব ঝাড়ি
বিকেল হলেই মেট্রো চেপে
টালিগঞ্জে দেব পাড়ি।
টালিগঞ্জের নেকু সুমি
সে তো পা বাড়িয়ে আছে
সুযোগ বুঝে এক ঝটকায় 
টেনে নেব বুকের কাছে। 

নবমীতে অন্ধকারে 
বাড়াবাড়ি হয় হোক সে,
সিনেমা তো দেখব থোড়াই 
স্টার মলের আইনক্সে।
গুনে গুনে অন্তরাকে
একহাজারটা চুমু খাব।
সন্ধের পর ফিরেই সোজা
সুদেষ্ণাদের বাড়ি যাব। 

সুদেষ্ণাদের বাড়ির পুজো
অন্ধকারে ছাদে যাব।
সুদেষ্ণা খুব সাহসী মেয়ে
না চাইতেই অনেক পাব।
দশমীতে সকালে আড্ডা
পেগ চলবে সন্ধে হলে, 
নেশা চড়লে কাঁদব তখন
আবার এসো মা মা বলে।



No comments:

Post a Comment