সম্পাদকীয় নয় কিন্তু || অভিজিৎ দাস কর্মকার
আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জির। আলো কোথায়! চারিদিক তো হা হা করছে যেদিকে তাকাই। অতিবৃষ্টিতে ধসে পড়া বাড়ি-ঘর, ভেসে আসছে গবাদি পশু-আাদির ফুলে ওঠা দেহ। কতো শুক্রাণু যোনি ছিঁড়ে ফেলেছে। স্তনাগ্র কামড়ানো কিসকিসে দাঁতের কিড়মিড় শব্দের ছোঁয়াচ লেগেছে রাস্তার কোনায় কোনায়। গেয়ে চলেছে রাত, নতুন ভোরের আশায় জেগে রয়েছে সরস মানুষের কত-শত অবয়ব। আমরাও দখল করব নবপত্রিকা, শ্বাসমূল আর সমগ্র রাতের ছটা। শান্ত হোক মন। শান্ত হোক আমার মাটি। শান্ত হোক ঘনঘটা। বিচার্য বিষয়গুলো আরো তীব্রতর হোক প্রতিবাদের ভাষা নিয়ে। সকলে সুস্থ থাকুক এই অঙ্গীকারবদ্ধ হই আজকের সকালে।
No comments:
Post a Comment