Tuesday, 8 October 2024

শারদীয় সংখ্যা ১৪৩১ || শাশ্বত গঙ্গোপাধ্যায়

 

 

করোনার দিনগুলোতে || শাশ্বত গঙ্গোপাধ্যায়

১.


নার্সিংহোমের বেড,
আসলে লেখার সাদা পাতা

ড্রিপ চলছে, মাস্ক খুলে দাও নার্স, যেমন সুবিধে

আমাকে উঠিয়ে বসে পেন আনো,
সাদা পাতা দেখে

আমার শরীর জুড়ে রাক্ষসের দাউ দাউ খিদে

২.


'আপনার মস্তিষ্কে গাঢ় কুয়াশা
নি:শব্দে  ঢুকে গেছে

এর নাম ফগি ব্রেন, করোনা হবার পর হয় '

ডক্টর একথা বলে,
প্রেসক্রিপশনে লিখে দেন-

'ভয় নেই, কুয়াশা শেষে পলাশ ফুটেছে সবসময়'



No comments:

Post a Comment