আমার কবিতাবাড়ি || বিশ্বজিৎ রায়
এ যাবত যাকিছু লিখেছি তার ভূমি পরীক্ষা করা হোক---
ভিত গড়ার আগে কতদূর খনন করা হয়েছে
নতুন-পুরানো ক’হাজার পুঁথি গেঁথে ভিত রচিত হয়েছে ,
কতো পরিমাণ বঞ্চনা, অবজ্ঞা, অবহেলা,
ক্ষতচিহ্নের নুনজলে মিশিয়ে
গড়ে তোলা হয়েছে এই কবিতাবাড়ি,
তার ঘর, বারান্দা, ছাদ, আসবাব, সব দেখা হোক …
সব ভালো করে পরীক্ষা করে দেখে মূল্যায়ন করা হোক,
আমার মৃত্যুর পর এর বাজার মূল্য কতটা থাকবে,
যথাযথ সম্মানে বিকোবে কিনা ---
নাকি, অন্য অনেকের মতো সব ধুলিস্যাত হয়ে
স্মৃতির অতলে চলে যাবে চোখ বুজতে না বুজতেই !
সেসব খুব দ্রুত পরীক্ষা করে আমাকে জানানো হোক ---
সেই বুঝে আমি সীদ্ধান্ত নেব, এই কবিতাবাড়ি আমি
অক্ষত রেখে যাব, নাকি আত্মঘাতি বিস্ফোরণে
উড়িয়ে দিয়ে যাব নিজেই, নিজের মৃত্যুর আগে...
No comments:
Post a Comment