গৃধিনীর ফুট-স্টেপ || কার্তিক ঢক্
এখন তোমার একাকিত্বকে সঙ্গ দিচ্ছে নিরবতার সা রে গা মা...
যদি নদীতে যাও,দেখবে খানিক বালি পেরিয়ে জল - তারপর খলবল্...
আসলে বালি ভেজানোর ঢেউ নেই
তোমার পায়ে!
ফড়িঙের মতো জলকে ছুঁতে চাও তুমি...
জলের যে শব্দ আছে - আছে জলজ প্রসাধনী -
তাকে কবে গায়ে মেখেছো?
তোমার বায়োমেট্রিকে গৃধিনীর ফুট-স্টেপ!
জল তো জল-ই
অযথায় ঘোলা করছো তাকে...
No comments:
Post a Comment