Tuesday, 8 October 2024

শারদীয় সংখ্যা ১৪৩১ || তামিমৌ ত্রমি

 


রাগী মেয়েদের কবিতা || তামিমৌ ত্রমি 

আমরা ভীষণ ক্ষেপে যাচ্ছি আজ
আমরা কিন্তু চরম ক্ষেপে যাচ্ছি
গলা দিয়ে ভাত নামে না কারো
শূন্য থালায় কান্না দলা খাচ্ছি 

সারাজীবন মানিয়ে নেব আমরা?
সবটা বুঝেও থাকব চির অবুঝ?
অনেক হল। ফোস্কা ফেটে গেছে।
এবার বেরোক অসম্মানের ঘা পুঁজ।

কারা বলে রাত আমাদের জন্য নয়
নিক্তি দিয়ে ওজন করে মরাবাঁচা
এমন আজব সভ্যতা গড়ছে কারা
জানোয়াররা মুক্ত ঘোরে, মানুষ খাঁচায়!!

অঙ্গে দেব তাই যা চায় আমার মন
আমার পোষাক ঠিক করবার তোমরা কে!!
আঁচল দিয়ে তফাৎ কর কে সতী, 
ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকা চর্বি মেয়ে!

আমরা কিন্তু সক্কলে জোট বেঁধেছি
শান্ত গৃহকোণটি হোক বা রাজপথ
সকাল বিকেল সাঁঝ গোধূলি রাত্রি ভোর
ভুলছি না যুদ্ধটা আর শপথ

আমরা কিন্তু প্রত্যেকেই রক্তবীজ 
একটা মরলে লক্ষ লক্ষ রক্তকণা
জন্ম দেবে লক্ষ শ্যামা দুর্গা কালীর
ক'জনকে করবি তোরা তিলোত্তমা? 

'নারী মানেই অবলা ভীরু সুকুমারী 
কুসুম কোমল নির্গলিত ও নিষ্পাপ...'
বলছে যারা দুকান খুলে শুনুক এবার
গলানো লোহা জমলে কিন্তু সে ইস্পাত

গলানো লোহা
                     জমলে কিন্তু
                                         সে ইস্পাত


No comments:

Post a Comment