Tuesday 8 October 2024

শারদীয় সংখ্যা ১৪৩১||পল্লববরন পাল

 

 

মহাকাব্য নির্মাণ  || পল্লববরন পাল

আমার রক্তের ঘাম
এবং ঘামের রক্ত
মিশে যাচ্ছে কলমের নিবে
আর নিব ক্রমশ বদলে যাচ্ছে
ধারালো নখে
আমার শান্ত বৌদ্ধ চোখের
কালো মণিবৃত্তে
রক্ত আঁচড়ে লেখা হচ্ছে
উই ওয়ান্ট জাস্টিস
দৃষ্টির যমজ ঘুঁষিতে ভেঙে পড়ছে
ন্যায় নীতি ধর্মের সমস্ত প্রাতিষ্ঠানিক অপইতিহাস   

জ্যোৎস্নাকে ডেকে বলি -
তোমার এখন কাজ বুকআকাশকে নরম রাখা
ফুলকে বলি -
ফোটো মগজবৃক্ষে
সুগন্ধ ছড়িয়ে দাও শিরাপথেপথে
তোমাদের ঘামরক্তে আর রক্তঘামে
আমার কলম তরোয়াল হয়ে নামবে কুরুক্ষেত্রে
আর নাকের অন্ধকারে ঢুকে
শয়তান শিকনিদের টেনে বের করে
ধারালো নিব-নখের ডগায় রেখে
পট করে ছুঁড়ে ফেলে

মহাকাব্য লিখবে অচিরেই

 

No comments:

Post a Comment