Saturday, 24 July 2021

আমন্ত্রিত সংখ্যা~অরণ্যা সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || আমন্ত্রিত সংখ্যা ||


সাদায় কালোয়


এক


কে কাকে  শুষে নেয় হে আরাধ্য সাদা!

লালাবমি রিপুর তাড়না রঙিন নক্সায়  গুলে

ঢেলেছি ধবধবে শূন্যতায়   

খরখরে তেষ্টায় তুমিও তো তুমুল গিলেছ

এই ব্রীড়াঅভিমানজানালায় নামিয়ে রাখা চোখ

ময়ূর আর নির্জন জোনাকি হয়ে  

তোমারই বুকের  বাতিতে মোক্ষ খুঁজেছে 

ইঙ্গিত দাওনি কি স্তবকে রাখোনি ছায়া ?

বারবার রক্তচাপে পরব ফুটেছেতক্ষক ডাকা দেহে

কত যে  গহন হয়েছে অপেক্ষা সিরিজ  

কি শান্ত কি মেঠো প্রশ্রয় ধূধূ চোখে

নিয়েছ নিয়েছ যা সেকি শুধু  পেয়েছ বলেই ?

এত কিন্তুতবুযদির সংকেতে

রাখিনি কি আমাদের মধু ও কটুঘ্রাণ ?

একার গল্প মানে  তো অর্ধেক ভোরের ব্যাকরণ  

যৌথ  বিষাদ ছাড়া কি পুরনো চিঠিরা জ্যোৎস্না হয়ে ওঠে ?  

 

দুই


পার্শ্বচরিত্ররা ঘিরে ধরে

নুপুরে বদলে যাওয়া  শেকলগানের গন্ধে জুড়ে যায়

তুমি জানো,  অক্ষর কুয়োয় ভিজিয়ে রাখি সব

জিওল মাছের মত অপুষ্টির পথ্য হয়ে প্রতিদিন মরে

মরে শোকস্পর্শ,  নির্বোধ গৃহতাপ

প্রোটিনকণায় জমে ধ্বংসপ্রবণ পারিজাত  

আমার আমার বলে আঁকড়ে রাখিজল দিইসূর্য দিই  

থিতু হলে সাদা জমিনে

তুমি তাকে কল্পতরু বলে ডেকে ওঠো

 

তিন


তালপাতাপ্যাপিরাসে খেলেছে যে হাওয়া

অচিন ঠোঁটে রহস্য নিয়ে আসে

গহীন গহীন সব আসক্তি ভোর আনে

উন্মুখ তুলোটে লেখা  চলাচল  থিতু হয়

কত জন্মকথাকত শকটযাত্রার  মায়া

ফিরে যাবার কথা ভুলে যায়

অহেতুক মনে হয়মনে হয় ওইসব ফিসফিস

কি সঙ্গ দেবেপ্রতিরোধ দেবে রাজসিক ধ্বসে ?  

তবু তারার সংসার থেকে খসে গেলে পরাজয়

পার্চমেন্টে লেপটে দিই সব

কাঙালের স্বপ্ন মেখে তুমিও ফলন্ত আলো হয়ে যাও



No comments:

Post a Comment