কৃষ্ণ সিরিজ
১০
শ্রীরাগ শয়নে শুনি পূর্ণিমার চাঁদে রাধা তার
মুখশশী আজ এই শোভায় মধুর বৃন্দাবন !
কার্তিকে হিমের জন্ম বলে হিমালয় ছুঁয়ে অধিক সন্ন্যাসধর্ম নয়; সুখের যতনে সুখ কুঙ্কুমে চন্দনে ।
গুণমণি জানে এক দোতরায় অষ্টসখী কাঁদলে আমিও ধরি ভজন মীরার এত আলো আসে মর্ত্যে
কেউ অঙ্গ পরিমলে পূর্ণিমায় উপবাস প্রেমে ।
প্রাণনাথ সখা ; পুষ্পমধু যদি বিরহ সাগর ভাঙে
আমি রুইতনে খেলি সংকীর্তন প্রেমের বাতাস
মনে দৃঢ় ভাগ্য চলতে চলতে পথআটকায়
কিছু না পেলেও যদি শ্যামধনে ধনী রাধা হয়
কেউ জুড়ায় জ্বালায় ক্রোধে ত্রস্ত !
অভিপ্রায় অমৃত কেলিকা যার অতুল সহিতে
পারে সেই ছোঁয় হাস পরিহাস মায়া আর
সজল রাধার আঁখি ; শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে কার সাধ্য আছে বলো ?
১৪
আকাশ নীলেই জ্বলে
কেউ এসে পড়ে মাঝরাতে কেউ দিনে
কেউ জলে কেউ ডাঙায়
শক্তিতে ব্রহ্মময়ী সেই নিবিড় আঁধারে
কৃষ্ণের বিবিধ ছল নিরজনে হাসে অপ্সরা কিন্নরী
তবু অতল অপার প্রেমবিন্দু জমে
ময়ূর পাখের চূড়া ---তৃণ জমা হিম তবুও সাহস
বৈষম্যের গালে অপমানের জবাব আর কে পেরেছে ?
ভালোবাসা চিরন্তন স্বপ্ন নীলপদ্মদলে
প্রতিবিম্বিত যমুনা লাবণ্যে সমুজ্জ্বল তুমি
এও এক লীলাখেলা আশ্রয়ে আমাকে রেখে
কখন নিজের কাছে মন--কে প্রবোধ দেয়
নিরুদ্দেশের বিরহজ্বালা --
শ্রীরাধার বক্ষে হাত রাখলে অনন্ত টের পায়
কেলিকলানিধি কান ।
এও যদি আনন্দবিহার বলো
বিরহেই রাই দিনেরাতে পূর্ণচন্দ্র
আলোন্ধকারেই --- রসরঙ্গে সহচরি ।
১৬
চলনে গমনে থামে হাতে হাত ; ফুল ধরাধরি
দুই মন একত্রিত ভুবন মোহন সাজে ---
মধুরাধিপতে অখিলাম মধুরম এও সৃষ্টি তার; অভিমুখ যেদিকে নাছোড় তার সৌন্দর্য বাজাতে পারে কোনো সৃষ্ট ইষ্ট মধুরম ; জীবন যে বোঝে তার কাছে সমপর্ণ এক বাদ্যি ; তুমি প্রাণ সেই
সঙ্গীতে বাঁশির রাধা জানে তার প্রেম কার কাছে লীন ; যেভাবে রাধায় যেথা ; সেভাবেই কৃষ্ণ সেথা
থাকে ---সাধনায় ভালোবাসা পুলকিত ,
পরমাত্মার -- স্পর্শে যদি চেনা হয় সঙ্গীত শিখর নয়নক জলে ছায়া ভাঙে করতলে ।
বাদলের জলে ভাসে পত্রবিহার মন তো তার অঙ্গ
কে বলে কার সে ; কে চায় কাকে সে এও যে সঙ্গীত ও আরাধনা --- বাঁশির সুরেই বোল
ভেসে যায় হেরি হেরি সহচরি হাসি হাসি রূপ
এ রাধার পুলক পত্রে ভাব সুবলিত রসময় অঙ্গ ।
সময়ের মেয়ে তুমি নৌকোয় টাঙাও সূর্য কৃষ্ণ কিম্বা পুরুষের সেই মুখ অসহ্য সুন্দর যার আলোকেই পদ্ম ফোটে ছলনা বিহীন --
অনুচ্চ গাছের ছায়া তার আলিঙ্গনে প্রতি অঙ্গে
ক্ষমা ক্ষীণে এই প্রেমের স্মরণ বুঝি !
No comments:
Post a Comment