ঘুরে দাঁড়ানোর পালা
যদি ভূমিক্ষয় আসে
সেদিনও থাকবে গায়ে অস্পষ্ট ইতরের জামা
ঘুমের মধ্যে ছড়াবে শীৎকার
মাছি এসে ভনভন
উন্নত প্রজাতির ধর্মগ্রন্থ রেখে যাবে
ভুলোনা সংঘর্ষের দিন
খড়কুটো ধরে বেঁচে ফেরার বিকল্পে
নিঃস্বার্থ আবাদের প্রলোভন
সমগ্র পাহাড়ের বুকে জ্বলা উৎসবের আগুন
ফিরে আসে অগভীর শিরদাঁড়া
সাপের মত চিরজীবী
নরম রসাল মাংসে মেটায় জিভের জ্বালা
মৃত বৈরাগীর শব রেখে যায় উন্নত মাপকাঠি
সেখান থেকে শুরু
অন্ধত্বের ঘুরে দাঁড়ানোর পালা...
ভগ্নাংশ
আগাম ছুঁয়ে থাকি ণত্ববিধি
এত বড় আকাশ তাই ক্ষয় চিরায়ত
আগুন ভাসছে দাউ দাউ
জলপোড়া গন্ধ হাওয়ায়
অন্তর্জলি ভাবনায় মিশেছে মিতব্যয়
ভেঙেছে পাখিরালয়ের মহাজাল
তার চেয়ে দেখি বহুদিন
অশুভ শক্তির চেয়ে রক্তের বিষ কত দামি
এইভাবে আয়ু ছেঁড়া দুর্ভিক্ষ পোহাতে পোহাতে আস্ত অজগর
মাছের মত কিলবিলিয়ে ঢুকে যায় পেয় জলে
হাতে থেকে যায়
লেজের কিছুটা ভগ্নাংশ...
আকাল
শাসন মেনেছে
সংকল্প ফুরোনো নির্জীব পরিসর
সীমিত গর্ভ, অনিয়মিত গর্ভকাল
আজ ভেজা আঁতুর
জন্ম আগামীকাল
শোকে কাতর
জীবনতৃষ্ণা মেটায় রুদ্ধশ্বাস
দেখা হবে
অস্ফুট স্বপ্ন শিথিল শরীর ছুঁয়ে যায়
ঘরে ফেরা বারণ
যদি আবার ফিরে আসে
সাগরছেঁচা আকাল...
No comments:
Post a Comment