Saturday, 24 July 2021

আমন্ত্রিত সংখ্যা~চন্দ্রদীপা সেনশর্মা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || আমন্ত্রিত সংখ্যা ||




আলোর গল্প


'I'll be come again, oh babe I hate to go...'
                         ---John Denver

লেখা গল্পগুলো ছিঁড়ে যায়। কিংবা ভরে ওঠে
কাটাকুটিতে। অগুনতি রেখার ভিতরে
হারিয়ে যায় মূল কথাটি, যেটি ঘিরে অন্য শব্দরা প্রাসঙ্গিক বা পূর্বাপর, মুছে যায় কালো কালির তমিস্রায়। আমেরিকানো কফির তিতকুটে বিনিদ্রা,
যৌথ বাসভূমি। গভীর কিন্তু সংক্ষিপ্ত অজ্ঞাতবাস
গূঢ় আঁধারে ঝেঁপে আসে একচোখে তৃষ্ণা হয়ে।
অন্যচোখে জ্বলন্ত অঙ্গার, তীব্র আঁচ। এই
বৈপরীত্য নিয়ে তাকিয়ে থাকা রাত্রি সমাপনের দিকে, স্তব্ধবাক। জানলার পর্দা আলোময়, অস্ফুট
আলোর মৈথুন ভেঙে কথা বলে পাখিযুগল
উড়ে যায় অমল আলোয়...


২১ অগাস্ট, ২০২০, রাত ৩.২৯


মেঘ, বাতাস


মেঘের শরীরে বাতাসের স্পর্শ। বৃষ্টি
সামনে নারকেল গাছ ভিজছে
ফুল লাইব্রেরি ঘর
শ্মশান চিতাসহ জন্মান্তর

আবেগ সামলাতে না পারলে প্রতিটি মৃত্যু
হত্যাকারী হয়ে ওঠে
সব পথ সরলরেখায় জড়ো হয়
আগুনের কাছে। দাহ

দাহ দ্রোহ প্রেম মৃত্যু--
অবিরাম বৃষ্টি। ধুয়ে যায় জন্ম
চন্দন জবার গায়ে দোল খায় জন্মান্তর...


১৬ জুলাই, ২০২১, সকাল ১০.৩১


প্রতিভাস


অন্তরালবর্তিনী আলপথের সুরম্য গোপনে
লুকিয়েছিল যত আর্তস্বর, কান্নাপ্রবাহে
মিলে গিয়েছিল সঙ্গমেচ্ছু।

রাতের পরিদর্শন চলছিল নাগরিক চাঁদ ঘিরে।
অস্তি নাস্তির বিহ্বল অসহায়

শিশিরে প্রতিভাস শ্রীময়ীর। শূন্যতা নিয়ে
বিমূঢ় দেবীবেদি, মঙ্গলদীপ

করতল ভিজে ওঠে ঘামে করুণায়
দর্পণের বিসর্জনে টুকরো টুকরো হয়ে যায়
শ্রীময়ীর প্রতিভাস...


১৪ মে, ২০২১, রাত ১২.১৩

3 comments:

  1. গভীর। একবার পড়ে পৌঁছানো যায় না।মুগ্ধতা।ভালোবাসা।

    ReplyDelete
  2. তিনটি কবিতাই দারুণ

    ReplyDelete