Saturday, 24 July 2021

আমন্ত্রিত সংখ্যা~শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || আমন্ত্রিত সংখ্যা ||


জল ও জন্ম


করপুটে জমে আছে যে কটি  জলীয়দাগ
তার থেকে দু একটি ঢেউ নিয়ে
সমুদ্রে পাড়ি দিতে পারি
যদিও আহ্নিক গতি
বলে যাচ্ছে বেলা পড়ে এলো
তবুও সমুদ্রে যাবো
আরও কিছু মায়ায় জড়াবো।
যেভাবে জড়ায় মেঘ করুণ গোধূলি।
তারপর ঝরে যাবো সাগর সঙ্গমে
আজন্মের তৃষ্ণার্ত
জলের কাঙাল।



জলের  অতলে এসো বৃষ্টি সহোদরা
আমাদের কথা আজও বাকি।
তুমি চলে গেলে
যেটুকু বলেছি
সেটুকু তো নেহাৎই  পোশাকি।
বুকের গভীরে জমে থাকে যে নির্জন
মধ্যরাতে সে তোমাকে ডাকে
পায়ে পায়ে  সরে যায় ঘুম।
আমাদের কথাগুলি ফোঁটা ফোঁটা
ঝরে পড়লে ভেজা ঘরদোরে
জানলায় সারি সারি ফুটে ওঠে
অগুরু কুসুম।


পড়ন্ত বেলার কোলে ঢলে পড়ছে আলো
যূথবদ্ধভাবে আকাশে আকাশে ফেরে
ক্লান্ত সরাল।তার ডানার বাতাসে
পৃথিবীর চৌম্বকীয়তলে
মনকেমনের তান লাগে ।
চোখের মনির থেকে সরে যায়
আমার নিকট
দর্পণে ফুটে ওঠে দূর ।
একটি দোলনা দোলে পুবে পশ্চিমে
পূর্বজন্মের থেকে উড়ে আসা
একটুকরো রুমালের  গায়ে
একটি গোলাপ দেখি
দোলায়িত সন্ধ্যাকালে
পাপড়ি খসে একটি একটি করে
পরজন্ম আঁচল বেছায়।


3 comments:

  1. তিনটি কবিতাই ভীষণ সুন্দর

    ReplyDelete
  2. সিক্ত মধুর তিনটি কবিতা।

    ReplyDelete
  3. তোমার কবিতা তিনটেই মেদুর করে দিল বর্ষণ ক্লান্ত রাত

    ReplyDelete