আমি ও চারচিনার
জাফরিকাটা আলোয় আঁকা প্রেম ডাল লেকের জলে বিলি কেটে যায়
এক চিলতে শিকারার এক কোণে প্রেম আর অন্য প্রান্তে ফুলের গুচ্ছ ফুলঝুরি
ওপর দিক থেকে আসা মাগফিরেত পাওয়া কিছু ভাষা আজানের প্রস্তুতি নিচ্ছে
দূরে দাঁড়িয়ে চার চিনারের ঝরা পাতা মৃত্যুর সাক্ষ্য লিখে যায়
সমস্ত টা গুছিয়ে আমি আখেরাটের মধ্যে আর কিছুটা গায়ে খোদাই করে রাখি
আমার চোখের সামনে জ্বলজ্বলে অন্ধকার জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে
অনিদ্রার রাতে আছন্ন শরীরটা শীতের আলিঙ্গনে আবদ্ধ
ঠিক এমন সময় কারফিউ ভেঙ্গে আসে সাইরেনের গোঙানি
চোখ বন্ধ আর খোলার মাঝের পাহারাদার হলো মুহূর্ত
সেই স্পর্শ কড়া নেড়ে আসে প্রেম এক জাগতিক মুক্তির অস্বাদনে।
পাঁচমিশেলী
চিত্রপট,
কিভাবে সাজাবে সম্পূর্ণ তোমার পছন্দ
হলদেটে আলোটার প্রজ্জ্বলিত দীপকে রুদ্রাক্ষের মালা প্রার্থনা প্রার্থী।
চিন্তন,
পরিণত বয়সে নতুন করে কৈশোরের ছোঁয়া পেলে মন্দ হয় না
মনের বয়স কমলে পরিণতির কথা ভুলতে হয়
তাই সংযমই শেষ কথা।
ভাবনা,
মনকে যৌবনের শিখরে নিয়ে যাওয়া যেতেই পারে
প্রকৃত যৌবনে ভাবনারা স্থান পায় না,
আবেগরা খেলা করে,
পরিণত চেতনাকে আবেগের দোলায় দুলিয়ে যৌবনকে স্পর্শ করা যায় সুন্দর ভাবনার ভেতরে।
সময়,
চড়কার মাঝে ভালোবাসা কাটতে কাটতে মিশে যায়
তন্তু তে সাজানো সুতো গুলো টান টান রূপ
এক রূপান্তরের কথা।
নেপথ্যে মাকুর খটখট শব্দ
আলপনা গুলো ফুটে ওঠে আঙুলের কারুকার্য্যে
রোয়া গুলো পেঁজা তুলোর মতো ওড়ে চতুর্দিক
কলকা থানের বহরে ফুটে ওঠে প্রাগৈতিহাসিক কথা।
ইচ্ছে,
আঁকাবাঁকা সরু পথের এক নিজস্বতা আছে
সর্পিল ভঙ্গিতে আবহমান
অনুরণনের দিন রাত্রি আবেহময়
নীলাকাশ ভালোবাসায়।
ভালোবাসা-বন্ধুত্ব,
টুকরো টুকরো ভালোলাগার অনুভূতি
প্রেমের কোলাজে উদ্বুদ্ধ ভালোবাসা
যেখানে একে চারের মিশেলে আবর্ত পরজন্ম।
আক্ষরিক
চেনা আচেনার মাঝে নিরন্তর হেঁটে চলেছি
কতগুলো বসন্ত এলো গেল আষাঢ় ও কিন্তু অন্তরের দাবানল ভিজলো না
অপেক্ষারও এক মাধুর্য্য আছে, কিন্তু সীমাহীন সবকিছুই উদাসীনতার তরঙ্গে অনুরণিত,আর আবদার গুলো অবসাদের ঘরে জীর্ণ ।
ডাকনামের সোহাগে ভাটা পড়েছে অনেকদিন। পরিচিতির পেরেকে জর্জরিত নামের বিন্যাস
যত্নে রাখা ক্ষত উস্কে দেয় মুহূর্ত আর তার গায়ে টাঙিয়ে রাখি নামের অপ্রাসঙ্গিক ভার।।
খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
ReplyDeleteটুকরো টুকরো লেখাগুলো চমৎকার হয়েছে। অভিনন্দন জানাই।🙏
ReplyDeleteপ্রতিটি লেখাই খুব ভালো লাগলো। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা
ReplyDelete