Saturday 24 July 2021

আমন্ত্রিত সংখ্যা~রিতা মিত্র

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || আমন্ত্রিত সংখ্যা ||


রঙিন চিঠি

একটা রঙিন চিঠির বয়ান
-অনুরোধ রেখো
 পারবো কি এই অনুরোধ রাখতে 
হৃদয়ের মাটিতে সাহসের দানা ছড়িয়েছি
সিঞ্চন করছি প্রতিনিয়ত
আরও না জানি কতটা সময় লাগবেন চারা ফুটতে
উপযুক্ত বাতাস পেলে দোলা লাগবে তার হৃদয়ে
ঈশান কোণে কেন যে এত অ সময়ের মেঘ জমা হয়
তীব্র গর্জনে ভেঙে যায় সাজানো স্বপ্নের মহল
বাতাসে খাবি খায় বাদশাহ আর বেগম। 

ভুল অনুবাদ
       
প্রতিটি সারাংশের ভুল অনুবাদ করি
শ্রাবণ ধারার শরীরেও জ্বালা ধরে যায়
এতদিন ভিক্ষার ঝুলি পেতে বসেছিল যারা
আসন গুটিয়ে আঙ্গুলের করগুণে হিসেব করে কতটা আদায় হল
জীবন প্রবঞ্চনার আরেক নাম জেনে
শব্দের খোলস গাঁথে কথার ফাকে।


লাশ কাটার ঘর

কাচ ঘরের দেওয়ালে অযাচিত প্রশ্রয়
চলকে উঠছে পানপাত্র
আকাশে গর্ভবতী মেঘ, গুঞ্জন উড়ছে বাতাসে
বোবা জানালায় মাথা ঠুকে মরে কাঠঠোকরা
লাশকাটা ঘরে মগ্ন ছুরি- চাকু
এ ফোঁড়- ও ফোঁড় করার জন্য প্রস্তুত সুঁচ সুতো 
সমস্ত শিরদাঁড়া জড়িয়ে আছে শীতল নি:শ্বাস
আমাকে কোনো দোষ দিও না
আমি শুধু বুঝি হৃদয় স্পন্দন- নাড়ির গতি
হৃদয়ের ভাষা বোঝার পাঠ আমার পাঠক্রমে কোথাও ছিল না। 


No comments:

Post a Comment