দার্শনিক
এটা কোনো গোলগাল কথা নয়— কবিতা।
ধর্ম বা রাজনৈতিক ভাষ্য দিয়ে কবিতার কুলকিনারা পাবেন না।
বরং নিজেকে দেখার
একটা দার্শনিক আয়না মেনে নিতে পারেন
এসব বাংলা কবিতা।
উত্তরাধিকার
এটাই প্রথম ও সর্বশেষ সুযোগ।
দ্বিতীয়বার এখানে কেউ-ই গ্রহনযোগ্য নয়।
অতএব
উত্তরাধিকারের জন্যে
যেকেউ এ মাটিতে ফুলবাগান করে যেতে পারে।
অলকানন্দা
যারা চোখের জল পান করেন নি
এ যাত্রায় ফিরে যান
আবার যখন আসবেন— ঠোঁটে কড়কড়া হাসি নিয়ে
আসতে ভুলবেন না যেন।
আর যিনি জলের স্বাদ জানেন
তার জন্য অলকানন্দা
কারণ
এ স্বাদ কেবল কপাল খোয়ালেই মেলে।
No comments:
Post a Comment