Saturday, 24 July 2021

আমন্ত্রিত সংখ্যা~কার্তিক ঢক্

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || আমন্ত্রিত সংখ্যা ||




উল্কি

অথচ, হাওয়া ঘুরে গেলে
তোমার পোশাক সামলাতে পারবেনা জানি! 

জনসমক্ষে উলঙ্গ উল্কির ঝাঁঝালো নির্যাস... 

অতএব, একটি আত্মসমালোচনার ফুল ফুটুক 
বাগানে তোমার।

যে কনভারসেশন গুলি ডিলিট করছে 
অন্ধকার চোখ --
তার ভিতরে স্বার্থহীন মধুগন্ধের বিন্যাস...

অযথা কৌটিল্যশাস্ত্রের পাতা উল্টে 
স্বেদজল ঘোলাটে করছে তোমার আঙুল... 


বেলুন

একটি দীর্ঘশ্বাস তোমার পাশে দাঁড়ালো
 তুমি তাকে দেখেছো ।
তোমার শাড়ি ভর্তি ভয় রঙের বেলুন উড়ছে 
নানান মাপের  !

গল্প শেষ করতে সময় নিচ্ছে না বাতাস
অযথা সময় নিচ্ছে কাঙ্খিত খিদেরা !
আটপৌরে কষ্ট গুলি বাসা বেঁধেছে
শরীর আর মনে...

হাটু ভর্তি দুঃখ কুলু কুলু হেঁটে যায়
গলা ভরা ঘূর্ণিপাকে!
তবু দেখো, কদম ফুটেছে
 ঘোর বর্ষায় আকাঙ্ক্ষার ডালে...
 

খোলশ

শরীর থেকে খোলশ বেরিয়ে যেতেই 
সাপটির শরীরে ফুটে উঠল লাস্যময়ী ঝলক --

চোখের মুগ্ধতায় গিটার বাজাচ্ছে সবাই। 
ফুলের বাগানে ঝারি হাতে কেউ কেউ জলযুবক...

বৃষ্টিহীন চাতকটি মেঘের বলিরেখা পরিমাপ করতে জানে --
চাঁদের শোভায় কতোটা ডোবা ভরায় জানে ! 

মনমোহিনী বাঁশিটি থেমে গেলে
ঠোঁট থেকে উড়ে যায় গাঢ় নীল - ম্যাঁয় তেরি দুশমন্  দুশমন্  তু মেরা...



No comments:

Post a Comment